
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, বিএনপিতে কোনো চাঁদাবাজদের ঠাই নেই। চাঁদাবাজি ও অনৈতিক কাজ যারা করে তারা যেই দলের হোক তাদেরকে ছাড় দেওয়া হবে না। যদি বিএনপি বা আমার লোকও অনৈতিক কাজে জড়িত থাকে তাহলে তাকে পুলিশে সোপর্দ করুন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শামা ওবায়েদ বিকেল থেকে রাত ১১ টা পর্যন্ত অন্তত ২০ পূজামণ্ডপ পরিদর্শন করেন।
তিনি বলেন, বিএনপি কাউকে আলাদা চোখে দেখে না। হিন্দু-মুসলিম সমান চোখে দেখে। শারদীয় দূর্গা উৎসবকে কেন্দ্র করে ফ্যাসিবাদের দোসররা মাথাচাড়া দিয়ে ওঠতে পারে। তারা পূজামণ্ডপে এসে পানি ঘোলা করার চেষ্টা করতে পারে। সেজন্য সকলকে সতর্ক থাকতে হবে। প্রতিটি মুন্দিরে আমাদের বিএনপির নেতাকর্মীরা রাত-দিন ২৪ ঘন্টা পাহাড়া দিবে। যাতে করে কেউ কোনো ধরণের অপতৎপরতা চালাতে না পারে।
নিজ দলের নেতাকর্মীদের কঠোর হুশিয়ারি দিয়ে শামা ওবায়েদ বলেন, আপনারা যদি সালথায় উন্নয়ন করতে চান। তাহলে সকল অপকর্ম, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দলখবাজি, থানায় দালালি ও এসিল্যান্ড অফিসে ঘুরাঘুরি বন্ধ করতে হবে। তারপর জনগনের পাশে থাকতে হবে। আমি বেঁচে থাকতে আমার নির্বাচনী এলাকায় কাউকে অনৈতিক কাজ করতে দেব না।
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি আরো বলেন, শুধু পূজা নয়, যেকোনো প্রয়োজনে আমি আপনাদের পাশে আছি। আমার বাবা মরহুম কেএম ওবায়দুর রহমান সারাজীবন হিন্দু ভাই-বোনদের পাশে ছিল, আমিও আপনাদের পাশে থাকবো। ফ্যাসিবাদ পালিয়ে গেলেও ষড়যন্ত্র কিন্তু থেকে নেই। তাই আপনাদের সকলকে সতর্ক থাকতে হবে।
পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সিনিয়র সহসভাপতি শাহিন মাতুব্বর, সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, বিএনপি নেতা জাহিদ হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ প্রমূখ।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর