
কুড়িগ্রাম নাগেশ্বরীর প্রস্তাবিত কচাকাটা উপজেলায় বিএনপির দলীয় যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় বল্লভের খাস ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে মাদারগঞ্জ ক্লিনিক মাঠে এ যৌথ সভা অনুষ্ঠিত হয়। বল্লভেরখাস ইউনিয়ন বিএনপির আহবায়ক আজিবর রহমানের সভাপতিত্বে উক্ত যৌথ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ সাইফুর রহমান রানা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- আমি তো আপনাদেরই লোক,আমাকে জায়গা মতো(সংসদে) পাঠাবেন-আমার ঘাড় ধরে কাজ আদায় করে নিবেন। আমি তো কামলা- আমি কামলা হিসেবে সংসদে যাব আপনাদের কথা বলার জন্য,আপনাদের উন্নয়নের জন্য, আপনাদের রাস্তা-ঘাটের জন্য ওখানে কামলা দিব আমি। আমাকে এমপি সাহেব বলতে হবেনা,আমি আজকেও নেতা কালকেও নেতা- এ্যানাফ। আমাকে যদি মন্ত্রীও বানায় কখনো আপনারা আমাকে মন্ত্রী বলবেন না, বলবেন না মন্ত্রীর বাড়ি যাই,বলবেন- নেতার বাড়ি যাই,ওটাই আমার বড় উপাধি; কারণ- এমপি মন্ত্রী আজ আছে কাল নাই- নেতা আছে ছিল এবং থাকবে। এসময় তিনি বিশেষ একটি দলকে উদ্দেশ্য করে তাদের থেকে নেতাকর্মী ও জনসাধারণকে সচেতন করতে বলেন- আপনারা নামায কালাম পড়বেন না আল্লাহর হুকুম ও নবী রাসুলের নিয়ম মতো চলবেন না আর ভোট দিলে জান্নাতে যাবেন,যারা এসব ভাবছে বা বলছে বলে তারা আসলে ধান্দাবাজ,তাই দুষ্ট লোকের মিষ্টি কথায় ভুলবেন না- জান্নাতের টিকিট কারো হাতে নেই,আল্লাহর হুকুম ও নবী রাসুলের নিয়ম মতো চললে জান্নাত পাওয়া যায় এটা আপনাদের মনে রাখতে হবে। পরিশেষে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে তিনি এলাকার সার্বিক উন্নয়নে কচাকাটা থানাকে পূর্ণাঙ্গ উপজেলা করে এলাকার সার্বিক উন্নয়ন তথা- ব্রিজ, কালভার্ট,রাস্তা-ঘাট, মসজিদ, মন্দির, স্কুল,কলেজ, মাদ্রাসা ও স্বাস্থ্যখাতে ব্যপক উন্নয়ন করবেন বলে সকলকে আস্বস্ত প্রদান করেন।
এসময় আরও বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরন্নবী দুলাল,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মকবুল হোসেন,সদস্য সৈয়দ আহমেদ বাচ্চু ব্যাপারী,উপজেলা যুবদলের আহবায়ক নূরজ্জামাল হক, নাগেশ্বরী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইন্জিনিয়ার আব্দুল মোমেন প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা যুবদলের সদস্য সচিব- আতিকুর রহমান লেবু কেদার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান তোলা ব্যাপারী,বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক- মিনারুল ইসলামসহ কচাকাটা, কেদার, বল্লভেরখাস ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী। এর আগে কেদার ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান তোলা ব্যাপারীর নেতৃত্বে প্রধান অতিথিকে শুভেচ্ছা জানাতে পূর্ব দুধকুমর তথা প্রস্তাবিত কচাকাটা উপজেলার বিএনপির কচাকাটা থানা শাখা সাংগঠনিকের সকল নেতাকর্মীদের নিয়ে একটি বিশাল মোটরসাইকেল গাড়ি বহর পুরো এলাকা প্রদক্ষিণ করে।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর