
‘যুক্তরাষ্ট্রে আসার পর থেকে অনেকেই বলেছেন যে আমি স্থায়ী হতে এসেছি। এটা সত্য নয়। পারিবারিক-ব্যাবসায়িক কাজে এখানে এসেছি। আগামী মাসেই আবার দেশে ফিরব’—বলছিলেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা বাপ্পি চৌধুরী।
চিত্রনায়ক বাপ্পি চৌধুরী বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন। অনেকেই মনে করছেন, তিনি আর দেশে ফিরবেন না, সেখানেই স্থায়ী হতে মার্কিন মুলুকে গেছেন। তবে এই অভিনেতা গুঞ্জনকে নাকচ করে দিলেন।
বললেন, ‘বিদেশে স্থায়ী হওয়ার কোনো ইচ্ছা নেই’ জানিয়ে বাপ্পি বলেন, ‘অনেক সংবাদ দেখেছি যে আমি নাকি আর দেশে ফিরব না। এ কথার কোনো ভিত্তি নেই। দেশে ফিরলেই সব মিটে যাবে।’
সিনেমায় অভিনয় প্রসঙ্গে বাপ্পি বলেন, ‘অনেক দিন নতুন সিনেমায় আমাকে দেখা যায়নি, এটা সত্য। বাংলাদেশের চলচ্চিত্র আমাকে ঠিকমতো ব্যবহার করতে পারেনি। আমার অনেক কিছু দেওয়ার আছে সিনেমাকে।’
শারদীয় দুর্গাপূজা দেশকে খুব মিস করছেন জানিয়ে বলেন, ‘এই প্রথম পূজার উৎসবে দেশের বাইরে আছি। পরিবারকে খুব মিস করছি। দেশে থাকলে মণ্ডপে মণ্ডপে ঘুরে পূজা দেখতাম। যুক্তরাষ্ট্রের টাইম স্কয়ারে পূজা উপলক্ষে একটা আমন্ত্রণ রয়েছে, সেখানে থাকব।
বাপ্পি চৌধুরী একসময় বাণিজ্যিক সিনেমায় ব্যস্ত নায়ক ছিলেন বাপ্পী চৌধুরী। নিয়মিত সিনেমায় কাজ করতেন, পরিচালকদের কাছে শাকিব খান পরবর্তী মাঝারি বাজেটের সিনেমায় তাকে বিকল্প হিসেবে ভাবা হতো। ২০১২ সালে চলচ্চিত্রে অভিষেকের পর কয়েকটি হিট ছবি উপহার দেন বাপ্পী।
সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘শত্রু’, ‘জয় বাংলা’ ও ‘কুস্তিগীর’ ছবিগুলো ব্যবসায় ভরাডুবির মুখে পড়ে। এরপর আর ক্যামেরার সামনে পাওয়া যায়নি তাকে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
বিনোদন এর সর্বশেষ খবর