
শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের যাত্রা শুরু করেছে ভারত। চামারি আথাপাত্তুর দলকে ৫৯ রানের ব্যবধানে হারিয়েছে হারমানপ্রীত কৌররা।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) গুয়াহাটিতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৪৭ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৯ রান সংগ্রহ করেছিল ভারত। জবাব দিতে নেমে ৪৫.৪ ওভারে সব কটি উইকেট হারিয়ে ২১১ রানে থামে লঙ্কানরা। ফিফটির পাশাপাশি ৫৪ রান খরচায় ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন দীপ্তি শর্মা।
নারী ওয়ানডে বিশ্বকাপের প্রথম ম্যাচেই বৃষ্টির বাধায় ৫০ ওভারের পরিবর্তে কমে ৪৭ ওভারে খেলা নির্ধারিত হয়। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ না হলেও ৪ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে চাপে পড়েছিল ভারত। তবে দীপ্তি ও আমানজত কৌরের ফিফটি আর শেষদিকে স্নেহা রানার ক্যামিওতে ভর করে ভালো পুঁজি তুলে নেয় ভারত।
দীপ্তি ৫৩ বলে ৩ চারের মারে ৫৩ আর আমানজত ৫৬ বলে ৫ চার ও ১ ছক্কায় ৫৭ রান করে আউট হন। এছাড়া হারলিন দেওল ৬৪ বলে ৪৮, প্রাতিকা রাওয়াল ৫৯ বলে ৩৭ রান করে আউট হন। ১৫ বলে ২ ছক্কা ও ২ চারের মারে ২৮ রানে অপরাজিত ছিলেন স্নেহা।
শ্রীলঙ্কানদের হয়ে ৪৬ রান খরচায় ৪ উইকেট তুলে নেন ইনোকা রানাভিরা। এ ছাড়া, ২ উইকেট নিয়েছেন উদেশিকা প্রাবোধানি।
রান তাড়ায় নেমে শুরুটা খারাপ ছিল না শ্রীলঙ্কানদের। তবে মিডল অর্ডারের ব্যর্থতায় শেষ পর্যন্ত লড়াইয়ে থাকতে পারেনি তারা। দলের হয়ে ৪৭ বলে ৪ চার ও ৩ ছক্কায় সর্বোচ্চ ৪৩ রান করেন ওপেনার আথাপাত্তু। এছাড়া নিলাশিকা সিলভা ৩৫ আর হার্শিতা সামারাভিক্রমা ২৯ রান করেন।
ভারতের হয়ে দীপ্তি ৩ আর স্নেহা ২ উইকেট তুলে নেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর