
কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের পূর্ব কোলালপাড়া এলাকার একটি রাবার বাগান থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১ অক্টোবর) সকালে রাবার বাগানের ১ নম্বর ব্লকে একটি রাবার গাছের গোড়ায় গলায় রশি পেঁচানো অবস্থায় মরদেহটি পাওয়া যায়।
স্থানীয় সূত্র জানায়, সকালে শ্রমিকরা রাবার কষ সংগ্রহ করতে গিয়ে মরদেহটি দেখতে পান। এরপর খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে এলাকাবাসী ঘটনাস্থলে ভিড় জমায়। তবে কেউ মৃত ব্যক্তিকে চিনতে পারেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফেসবুকে ছবি দেখে ঘটনাস্থলে এসেছেন, কিন্তু মৃত ব্যক্তিকে এলাকার কেউ চেনে না। স্থানীয়দের ধারণা, বাইরে কোথাও হত্যা করে দুর্বৃত্তরা মরদেহটি এখানে এনে গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে রেখে গেছে।
রামু থানার ওসি মো. আরিফ হোসাইন বলেন, মৃত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মৃত্যুর পেছনে কোনো রহস্য আছে কি না, তা উদঘাটনে কাজ চলছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর