
গত সোমবার হালুয়াঘাটে নবম শ্রেণির এক গারো শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) ও গারো স্টুডেন্ট ইউনিয়ন (গাসু) হালুয়াঘাট উপজেলা শাখার আয়োজনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি হালুয়াঘাট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে উপজেলার জয়িতা মহিলা মার্কেটে শেষ হয়।
মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বাগাছাস ও গাসুর নেতৃবৃন্দ অভিযুক্তদের দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর