
বগুড়ার ধুনট উপজেলায় মোবাইল চুরি করে পালিয়ে যাওয়ার সময় বাঙ্গালী নদীতে ঝাঁপ দিলে দুই ঘণ্টা পর অজ্ঞাতপরিচয় ওই মোবাইল চোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধুনট সদর ইউনিয়নের বথুয়াবাড়ী বাজার এলাকায় এক অজ্ঞাত ব্যক্তি মোবাইল ফোন চুরি করে পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়রা তাকে ধাওয়া করলে সে বাঙ্গালী নদীতে ঝাঁপ দেয়। পরবর্তীতে বথুয়াবাড়ী শ্মশানঘাট সংলগ্ন নদী থেকে তার মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে ধুনট থানার এসআই হায়দার আলী ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
সর্বশেষ খবর