
ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ জানিয়েছেন, সাভারসহ পাঁচটি উপজেলাকে আধুনিক নগরের আদলে গড়ে তোলার পরিকল্পনা আগামী দিনগুলোতে শুরু করা হবে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে আশুলিয়ার নরসিংহপুর এলাকার সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দির ও শ্রী শ্রী দেবী দূর্গা মন্দির পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য হলো, ভবিষ্যতের দিনগুলোতে ঢাকার ভেতরে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ উন্নয়ন পরিকল্পনা করে ঢাকা শহরকে উন্নত করছে। এই পরিকল্পনার মাধ্যমে সাভার, কেরানীগঞ্জ, ধামরাই, নবাবগঞ্জ, দোহার—এই সমস্ত উপজেলায় গুণগত মানের উন্নয়ন হবে এবং এই সমস্ত এলাকার জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটবে। এজন্য আমরা ইতিমধ্যে এসব উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের বিভিন্ন সমস্যা নিয়ে ওয়ার্ড সভা শুরু করেছি।
তিনি আরও বলেন, মানুষের মত ও পথের মধ্যে ভিন্নতা থাকবেই। এটি আধুনিক প্রজাতন্ত্রের গণতন্ত্রের সৌন্দর্য। একজন মানুষের মতের সঙ্গে, ধর্মের সঙ্গে ভিন্নতা থাকবে। এই যে মতের ভিন্নতা, ধর্মের ভিন্নতা, পথের ভিন্নতা, রাজনৈতিক দলের ভিন্নতা—এগুলো থাকবেই। কিন্তু এগুলোর মাঝখান দিয়েই আমাদের যে সার্বজনীন অনুষ্ঠানগুলো আছে, যেমন মুসলমানদের ঈদ আসে, হিন্দু সম্প্রদায়ের পূজা আসে। বিশেষ করে এইসব অনুষ্ঠানে সকল মানুষ শান্তিপূর্ণভাবে এবং অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এগুলো উদযাপন করবে, এটাই আমাদের সংস্কৃতি।
এ সময়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সরকার, আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান, আশুলিয়া থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি আশীষ চন্দ্র নাগ ও সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দিরের সভাপতি বিকাশসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সর্বশেষ খবর