ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভূটিয়ারকোনা আদর্শ স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক গোলাম মোহাম্মদের বিরুদ্ধে নৈরাজ্য ও অনিয়মের অভিযোগ এনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকাবাসী, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২ অক্টোবর/২৫) দুপুর ১২টায় মাওহা ইউনিয়নের ভূটিয়ারকোনা আদর্শ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, তৎকালীন সময়ে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর আন্দোলনের পরিপ্রেক্ষিতে আওয়ামী-সংশ্লিষ্ট বহিষ্কৃত প্রধান শিক্ষক গোলাম মোহাম্মদের বিরুদ্ধে আনিত অভিযোগের প্রেক্ষিতে তিন সদস্যবিশিষ্ট কমিটির তদন্তে গত ২০২৪ সালের ০২ সেপ্টেম্বর তৎকালীন ইউএনও শাকিল আহমেদের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে সকাল ১০টায় বৈঠক হয়। বৈঠকে অভিযোগগুলো প্রমাণিত হওয়ায় পরদিন ০৩ সেপ্টেম্বর তাকে চূড়ান্তভাবে বহিষ্কারের জন্য মাউশি বরাবর প্রতিবেদন প্রেরণ করা হয় এবং সেই সময়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে সাজেদুল হককে দায়িত্ব দেওয়া হয়।
বক্তারা আরও বলেন, তদন্তে দোষী সাব্যস্ত হওয়ার পরেও গোলাম মোহাম্মদ নিজেকে প্রধান শিক্ষক দাবি করে প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি করে চলেছেন। শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলেও অভিযোগ ওঠে। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত প্রধান শিক্ষক গোলাম মোহাম্মদ বিডি২৪লাইভকে জানান, আজকের মানববন্ধনে বক্তাদের আনিত অভিযোগগুলো সব মিথ্যা প্রমাণিত হয়েছে। এবং বিদ্যালয়ের এমপিও পাসওয়ার্ডটি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাঁর বাসায় নিয়ে মোবাইল থেকে দিয়েছেন। আমি পাসওয়ার্ড পেয়ে আমার ইএফটি আপডেট করেছি। তিনি আরও বলেন, "শিক্ষকরা শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে আন্দোলনে অংশ নিতে বাধ্য করেছে, যা অনাকাঙ্ক্ষিত।"
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহাদত হোসেন গণমাধ্যমকে বলেন, "আমি ছুটি নিয়ে অন্য একটা প্রোগ্রামে আছি," বলে কল কেটে দেন। সচেতন মহল দ্রুত এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন, যেন প্রতিষ্ঠানের পরিবেশ শান্ত ও শিক্ষাবান্ধব থাকে।
সর্বশেষ খবর