মাত্র এক হাজার টাকার জন্য এক বৃদ্ধের মাথার ওপর থেকে ছাউনি কেড়ে নেওয়ার মতো অমানবিক ঘটনা ঘটেছে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের রূপনাথপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের ষাটোর্ধ্ব মতিয়ার রহমানের নাতি কয়েক মাস আগে প্রতিবেশী সাজু মিয়ার ছেলে সুরুজ মিয়ার কাছ থেকে মোবাইল মেরামতের জন্য এক হাজার টাকা ধার নেয়। কিন্তু নির্ধারিত সময়ে টাকা ফেরত দিতে না পারায় গত ২৮ সেপ্টেম্বর পাওনাদার সুরুজ মিয়া বৃদ্ধ মতিয়ার রহমানের বসতঘরের ১০-১২টি টিন জোরপূর্বক খুলে নিয়ে যায়।
ঘরহারা হয়ে অসহায় জীবন কাটাচ্ছেন মতিয়ার রহমান ও তাঁর স্ত্রী জমিলা বেগম। অশ্রুসিক্ত কণ্ঠে জমিলা বেগম বলেন, “আমাদের একমাত্র মাথা গোঁজার ঠাঁই এই ঘরের টিন খুলে নিয়ে গেছে। কত অনুরোধ করেছি, কিন্তু সুরুজ কোনো কথা শোনেনি। এখন বৃষ্টি এলে ভিজে যেতে হয়। আমরা কোথায় যাবো?”
এরই মধ্যে ভুক্তভোগী বৃদ্ধের স্ত্রী জমিলা বেগম ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে অভিযোগের পরও এখনো তাঁদের কোনো প্রতিকার মেলেনি।
স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন জানান, “আমি নিজেও বিষয়টি মীমাংসার চেষ্টা করেছি। কিন্তু সুরুজ মিয়া আমার কথাও শোনেনি।”
এ ঘটনার খবর এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। হতদরিদ্র একটি পরিবারের মাথার ওপর থেকে ঘরের টিন খুলে নেওয়াকে স্থানীয়রা বলছেন, “অমানবিক ও নৃশংস।” তাঁরা দ্রুত অভিযুক্ত সুরুজ মিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং বৃদ্ধ মতিয়ার রহমানের পরিবারের জন্য আশ্রয়ের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।
সর্বশেষ খবর