বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শেষ হয়েছে। রাজবাড়ীর পাংশায় বিজয়া দশমীর দিনে বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে দেবী দুর্গার প্রতিমা বিসর্জন করা হয়।
বৃহস্পতিবার বিকেলে পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদ পাংশা আদি মহাশ্মশানে প্রতিমা বিসর্জনের আয়োজন করে। বিকেল থেকেই বিভিন্ন মন্দির থেকে প্রতিমা বিসর্জন স্থলে নিয়ে যাওয়া হয়।
পাংশা উপজেলায় এ বছর মোট ৯৮টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন ও প্রতিমা বিসর্জন সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।
প্রতিমা বিসর্জন কার্যক্রমে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসলাম হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক প্রান্তোষ কুমার কুন্ডু, সদস্য সচিব বিধান কুমার বিশ্বাস, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক কুমার পাল, সাধারণ সম্পাদক তমাল তরু পোদ্দার, ডা. ধীরেন্দ্রনাথ বিশ্বাস সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর