
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো ভোটের মাঠে কাজ করছে। নিজ নিজ দলের নেতাকর্মীর পাশাপাশি সাধারণ ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। ইতোমধ্যে গ্রামগঞ্জের সবখানেই ভোটের হাওয়া বইতে শুরু করেছে। নিজ নিজ দলের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।
রাজবাড়ী-২ আসন তথা পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলা থেকে গণঅধিকার পরিষদ থেকে নির্বাচন করার লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুরের সন্তান ইঞ্জিনিয়ার জাহিদ শেখ।
রাজবাড়ী-২ আসনের এই মনোনয়নপ্রার্থী গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর ও তেজগাঁও মডেল থানার গণঅধিকার পরিষদের সভাপতি। তিনি একজন সফল ব্যবসায়ী এবং রাজনীতিক।
গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কার্যালয়ের দপ্তর সম্পাদক শাকিল জামানের নিকট থেকে রাজবাড়ী জেলার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন ইঞ্জিনিয়ার জাহিদ শেখ।
রাজবাড়ী-২ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করে ইঞ্জিনিয়ার জাহিদ শেখ বলেন, "আমি রাজবাড়ী-২ আসনের মানুষের জন্য রাজনীতি করতে চাই, মানুষের সেবা করতে চাই। সেবার মাধ্যমে রাজবাড়ীর পাংশা, বালিয়াকান্দি, কালুখালী উপজেলাবাসীর জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করতে চাই। আমার জন্য আপনারা সকলেই দোয়া করবেন।"
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর