
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল বারী মন্ডল স্থানীয় দুই শতাধিক নেতাকর্মীকে নিয়ে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে উপজেলার মনোহরপুর ইউনিয়ন জামায়াত কার্যালয়ে সদস্য ফরম পূরণের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন। এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের সভাপতি আসাদ আলী।
সভায় বক্তব্য দেন গাইবান্ধা-৩ আসনে জামায়াতের প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি আব্দুল হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল বারী মন্ডল প্রায় দেড় যুগ ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বর্তমানে মনোহরপুর ইউনিয়ন পরিষদের সদস্য এবং উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন। অতীতে তিনি দফতর সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
দল পরিবর্তনের বিষয়ে আব্দুল বারী মন্ডল বলেন, “ছোটবেলা থেকেই জামায়াতকে ভালোবাসি। দীর্ঘদিন বিএনপির অঙ্গ সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও জামায়াতে ইসলামীর আদর্শ ও কার্যক্রমে উদ্বুদ্ধ হয়ে আজ দলটিতে যোগ দিলাম।”
এ বিষয়ে জামায়াতের পলাশবাড়ী উপজেলা আমির আবু বক্কর সিদ্দিক বলেন, “আমাদের আদর্শ ও কাজের প্রতি অনুপ্রাণিত হয়ে আব্দুল বারী মন্ডলসহ বিএনপির অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মী জামায়াতে যোগ দিয়েছেন।”
অন্যদিকে, পলাশবাড়ী উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক হযরত আলী বলেন, “আব্দুল বারী মন্ডলের দল পরিবর্তনের বিষয়টি মানুষের মুখে শুনেছি। রাজনীতি ব্যক্তিগত স্বাধীনতার বিষয়। কেউ চাইলে দল পরিবর্তন করতে পারেন।”
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর