
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আশরাফ উদ্দিন সোনারু (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতা কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার বাকতা ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক।
শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাতে ফুলবাড়িয়া থানা পুলিশ বাকতা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন।
পুলিশ জানিয়েছে, আশরাফ উদ্দিন দীর্ঘদিন ধরে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক কাজের সাথে সক্রিয় ছিলেন। এছাড়াও সম্প্রতি তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও আন্তর্জাতিক ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারীর ছবি যুক্ত করে ফেইসবুকে বিভিন্ন কুরুচিপূর্ণ প্রচারণা করেন।
ফুলবাড়িয়া থানার ওসি মোহাম্মদ রুকনুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান , গত ৪ আগস্টের ঘটনার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর