
গাইবান্ধার সুন্দরগঞ্জে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন 'আলোকিত সুন্দরগঞ্জ'-এর সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী এ সম্মেলন আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্লিপিং পাথ সেন্টারের সিইও সেলিম আহমেদ। তিনি চারজন শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবকের হাতে সম্মাননা স্মারক প্রদান করেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি ওসমান গনির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান পরিচালক সাঈদা জান্নাত বাঁধন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান মুকুল। এসময় বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, আলমগীর ফারুক, অর্থ সম্পাদক লেলিন, সাংবাদিক সুদীপ্ত শামীম, শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক নুর আলম মিয়া নুর, মাহফুজুর রহমান মাইদুল, দেলোয়ার হোসেন শাকিল, আল আমিন ইসলাম আকাশ প্রমুখ।
সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে ওসমান গনি, সাধারণ সম্পাদক আব্দুস সালাম মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ ও আলমগীর ফারুক এবং সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান মুকুল নির্বাচিত হন।
দিনব্যাপী সম্মেলনের সমাপ্তি ঘটে সুন্দরগঞ্জের স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে।
সর্বশেষ খবর