
থানা কম্পাউন্ডে ঢুকে দুই পুলিশ সদস্যকে লাঞ্ছিত করার ঘটনায় মানিকগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আকবর হোসেন বাবলুর অনুসারীদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে ঘিওর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কোহিনুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী এ.এস.আই. রফিকুল ইসলাম নয়জনকে আসামি ও ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে এই মামলা করেন। মামলায় অভিযুক্তরা হলেন—খন্দকার বিল্টু, জিএম সেলিম, উজ্জল, মীর কাউসার, হারেজ, রফিকুল ইসলাম পিন্টু, রাজু, সামিউল আলম বিল্টু, শহিদুল ইসলাম।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ঘিওর থানার ভেতরে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আকবর হোসেন বাবুল ও ঘিওর সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মীর কাউসারের নেতৃত্বে একটি মোটরসাইকেলের বহর থানার ভেতরে ঢোকে এবং থানার ভেতরে মোটরসাইকেল রাখতে চায়। তখন থানায় দায়িত্বে থাকা নারী পুলিশ সদস্য (কনস্টেবল) থানার ভেতরে মোটরসাইকেল রাখতে নিষেধ করলে নারী পুলিশ কনস্টেবলকে অকথ্য ভাষায় গালাগাল করেন ঘিওর সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মীর কাউসার। এরপর ওই নারী পুলিশ কনস্টেবল থানার ভেতরে গিয়ে ডিউটি অফিসার এ.এস.আই রফিককে বিষয়টি জানান। ডিউটি অফিসার রফিক বিষয়টি বুঝিয়ে বলেন এবং থানার ভেতরে মোটরসাইকেল না রাখতে অনুরোধ করেন। দ্বিতীয় দফায় বাবলুর অনুসারী মীর কাউসার থানার ডিউটি অফিসার রফিক এবং নারী কনস্টেবলের সঙ্গে অকথ্য ভাষায় গালাগাল করেন। এ সময় সংসদ সদস্য প্রার্থী খন্দকার আকবর হোসেন বাবলু সেখানে উপস্থিত ছিলেন।
তবে এই বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আকবর হোসেন বাবুল ও ঘিওর সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মীর কাউসারের সঙ্গে যোগাযোগ করেও তাদের মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।
এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) সাদিয়া সাবরিনা চৌধুরী বলেন, এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
সর্বশেষ খবর