
শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলামকে বিদেশি নম্বর থেকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেজগাঁও কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিথুন ঢালীর বিরুদ্ধে।
এ ঘটনায় গতকাল শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওসি মাইনুল ইসলাম।
পুলিশ ও জিডি সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গত ২৮ সেপ্টেম্বর শরীয়তপুরের জাজিরায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মীকে নিয়ে একটি গোপন বৈঠক করেন মিথুন ঢালী। পরদিন তিনি বৃক্ষরোপণ কর্মসূচি ও মিছিলের আড়ালে অনুসারীদের নিয়ে এলাকায় গোপনে মহড়া পরিচালনা করেন।
বিষয়টি জানতে পেরে পুলিশ অভিযান চালায়। এ সময় সংশ্লিষ্ট নেতাকর্মীরা কুণ্ডরচর ইউনিয়নের ফিরোজ খাঁর বাড়িতে অবস্থান নেন। পরে অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদের নেতৃত্বে অভিযান চালানো হলে তারা কৌশলে পালিয়ে যান।
ঘটনার পর ১ অক্টোবর রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে পুলিশ বাদী হয়ে জাজিরা থানায় মামলা দায়ের করে। মামলায় ৬৫ জনের নাম উল্লেখসহ ৩০-৪০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়। ওই মামলার ২ নম্বর আসামি হিসেবে নাম রয়েছে মিথুন ঢালীর।
এরপর ৩ অক্টোবর দুপুরে, একটি বিদেশি নম্বর থেকে ফোনে ওসি মাইনুল ইসলাম ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বিষয়টি নিয়ে জানতে চাইলে ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম বলেন,
“মিথুন ঢালী নিষিদ্ধ হওয়া সংগঠনের কিছু নেতাকর্মী নিয়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছেন। এরপর তিনি বিদেশি নম্বর থেকে আমাকে হত্যার হুমকি দেন। এ ঘটনায় আমি গতকাল দুপুরে জিডি করেছি। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।”
অভিযোগের বিষয়ে জানতে মিথুন ঢালীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
সর্বশেষ খবর