
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ১৫টি আসনে ৮৬টি ভোটকেন্দ্র নিয়ে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ইতোমধ্যে চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তার কাছে আপত্তি দাখিল করেছেন। এই আপত্তি নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশন ৯ অক্টোবর শুনানির তারিখ নির্ধারণ করেছে। চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, যারা ইতোমধ্যে আপত্তি দাখিল করেছেন, তাদের শুনানির নোটিশ দেওয়া হয়েছে।
চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চট্টগ্রামের ১৬টি আসনে ভোটগ্রহণের জন্য ১ হাজার ৯৫৯টি খসড়া ভোটকেন্দ্র এবং ১২ হাজার ৬৫৬টি ভোটকক্ষ (বুথ) নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ১৮টি আপত্তি জমা পড়েছে, যা সর্বোচ্চ। এরপর চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর-পাহাড়তলী-খুলশী) আসনে ১০টি এবং চট্টগ্রাম-৮ (বোয়ালখালী ও চান্দগাঁও) আসনে ১০টি আপত্তি জমা পড়েছে। চট্টগ্রাম-২ (ফটিকছড়ি), চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও চসিকের ১ ও ২ নম্বর ওয়ার্ড) এবং চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে ১টি করে আপত্তি জমা পড়েছে। আপত্তি নিষ্পত্তি শেষে আগামী ২০ অক্টোবর চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে।
চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস থেকে আরও জানা গেছে, ৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টায় চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ), চট্টগ্রাম-১ (মীরসরাই) এবং চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড এবং সিটির ৯ ও ১০ নম্বর ওয়ার্ড) আসনের ভোটকেন্দ্রের ওপর জমা পড়া আপত্তিগুলোর শুনানি হবে। বেলা ১১টায় শুনানি হবে চট্টগ্রাম-১২ (পটিয়া), চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক), চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া ও সাতকানিয়া আংশিক) আসনের ভোটকেন্দ্রের ওপর জমা পড়া আপত্তিগুলোর। দুপুর ১২টায় শুনানি হবে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি), চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও চসিকের ১ ও ২ নম্বর ওয়ার্ড), চট্টগ্রাম-৬ (রাউজান), চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের ভোটকেন্দ্রের ওপর জমা পড়া আপত্তিগুলোর। দুপুর ১টায় শুনানি হবে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী), চট্টগ্রাম-৮ (বোয়ালখালী ও চান্দগাঁও), চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের ভোটকেন্দ্রের ওপর জমা পড়া আপত্তিগুলোর। দুপুর আড়াইটায় শুনানি হবে চট্টগ্রাম মহানগরীর দুটি সংসদীয় আসন, চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) এবং চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর-পাহাড়তলী-খুলশী) আসনের ভোটকেন্দ্রের ওপর জমা পড়া আপত্তিগুলোর।
চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. বশির আহমেদ জানান, আগামী নির্বাচনকে কেন্দ্র করে খসড়া ভোটকেন্দ্রের সংখ্যা প্রকাশ করা হয়েছে। এতে কিছু কেন্দ্র নিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দের আপত্তি ছিল। আগামী ৯ অক্টোবর শুনানি রয়েছে। যৌক্তিক কারণ থাকলে তা পরিমার্জন করার সুযোগ রয়েছে।
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর