
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টরের রুটিন দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মাহবুব কায়সার।
শনিবার (৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, প্রক্টর সাইফুদ্দীন আহমদ আগামী ৫ থেকে ১০ অক্টোবর পর্যন্ত কর্তব্যরত ছুটিতে বিদেশ গমন ও অবস্থান করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মুহাম্মদ মাহবুব কায়সার এ সময়ে প্রক্টরের রুটিন দায়িত্বে থাকবেন।
ওই বিজ্ঞপ্তিতে জরুরি প্রয়োজনে তিনটি নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। নম্বরগুলো হলো ০১৭৩৩-৫০৯৬৯৪ (অফিস), ০১৯৭৮-১২৬২৫০ (পার্সোনাল) ও ০১৩৪১-৫৯১৪০৪ (প্রক্টরিয়াল মোবাইল সিকিউরিটি টিম)।
কুশল/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর