
রাজধানীর লালবাগের আমলিগোলা এলাকায় মোবাইল গেম ‘ফ্রি ফায়ার’ খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শহিদ (৪০) নামে এক কাঁচামাল বিক্রেতা গুরুতর আহত হয়েছেন।
ঘটনাটি ঘটে শুক্রবার (৪ অক্টোবর) দিবাগত রাতে আমলিগোলা বাজার এলাকায়।
আহতের ছেলে মামুন জানান, তিনি ও মাহমুদউল্লাহর ছেলে (নাম জানা যায়নি) মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলছিলেন। একপর্যায়ে তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। পরে বিষয়টি দুই পরিবারের অভিভাবকদের মধ্যে বিতণ্ডায় রূপ নেয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে, এতে তার বাবা শহিদ গুরুতর আহত হন।
রাত দেড়টার দিকে মামুন আহত শহিদকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন।
আহত শহিদ লালবাগের আমলিগোলা কলারঘাট ইউসুফ আলীর বাড়িতে পরিবারসহ ভাড়া থাকেন। তার বাবার নাম মো. আব্দুর রশিদ।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, “আহত অবস্থায় শহিদ নামে একজনকে হাসপাতালে আনা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।”
সর্বশেষ খবর