
ইসরায়েলের সাথে সম্পৃক্ততার অভিযোগে স্টারবাকস, বার্গার কিং, ক্যারেফোরসহ বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালিয়েছে স্পেনের ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীরা। শুক্রবার (৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ইউরোপ থেকে ফিলিস্তিনপন্থি অভিযাত্রীদের গাজাগামী মানবিক ত্রাণবাহী বহর সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি বাহিনী বাধা দেয়ার পরপরই যান চলাচল বন্ধ করে দেন স্প্যানিশ বিক্ষোভকারীরা। সেইসাথে, ভাঙচুর চালানো হয় কিছু দোকান ও রেস্তোরাঁয়। এসব দোকানের দেয়ালে তারা লিখে দেন ইসরায়েলবিরোধী নানা স্লোগান। এ সময় ফিলিস্তিনের পতাকা, পোস্টার, ব্যানার হাতে মিছিলও করেন তারা।
এক পর্যায়ে নিরাপত্তাবাহিনীর সাথে ব্যাপক সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। তাদের লক্ষ্য করে টিয়ার শেল ছোড়ে পুলিশ। এর আগে একইদিনে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি বাধার প্রতিবাদে শহরটির রাস্তায় নেমে আসে শিক্ষার্থীরা।
অপরদিকে, ইতালিতে সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যপক বিক্ষোভ প্রদর্শন করে। সেইসাথে, গাড়ির টায়ার ব্যবহার করে বন্ধ করে দেয় বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথগুলো। স্থানীয় সংবাদ সংস্থার প্রতিবেদন অনুসারে, এদিন দেশটির তুরিন শহরের রিং রোডে শত শত মানুষ রাস্তায় নেমে আসে এবং যান চলাচল বন্ধ করে দেয়।
কুশল/সাএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর