
কুমিল্লায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং একজন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শনিবার (৪ অক্টোবর) কুমিল্লার দেবীদ্বার, মুরাদনগর ও ব্রাহ্মণপাড়া উপজেলায় পৃথক তিনটি ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রামের সবুজ মিয়ার বাড়ির উঠানে আয়েশা মনি (২) নামে এক শিশু খেলা করছিল। এ সময় হঠাৎ সে নিখোঁজ হয়ে যায়। পরে বাড়ির লোকজন দীর্ঘসময় খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাকে উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আয়েশা মনি বাখরনগর গ্রামের সবুজ মিয়ার কন্যা।
অপর ঘটনাটি ঘটে একই দিন দুপুরে দেবীদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের জীবনপুর গ্রামের দাস বাড়িতে। নিকিতা নামে ১১ বছর বয়সী এক শিশু পুকুরে গোসল করতে নেমে ডুবে যায়। পরে বাড়ির লোকজন তাকে পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নিকিতা (১১) জীবনপুর গ্রামের দাস বাড়ির নিখিল দাসের মেয়ে। সে জীবনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।
একই দিন বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলার কান্দুঘর গ্রামের রুবেল মিয়ার ১৯ মাসের শিশু অরিয়ন ঘরে খেলা করছিল। হঠাৎ সে নিখোঁজ হয়ে গেলে বাড়ির লোকজন তাকে বাড়ির পাশের জমির পানিতে ডুবন্ত অবস্থায় খুঁজে পান। পরে তাকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় কুমেক হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর