
মৌলভীবাজার জেলার জুড়ীতে বেতন বৈষম্য নিরসনসহ ছয় দফা দাবিতে স্বাস্থ্য সহকারীরা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন। কেন্দ্রীয় কমিটির ডাকে গত ১ অক্টোবর থেকে এই কর্মবিরতি শুরু হয়েছে।
কর্মবিরতির ফলে শিশুদের রুটিন ইপিআই টিকাদান, ১২ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া টাইফয়েড টিকা (টিসিভি) ক্যাম্পেইনসহ প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যাহত হবে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন।
শনিবার (৪ অক্টোবর) সকাল থেকে জুড়ী উপজেলার সব ইউনিয়নের স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে অবস্থান কর্মসূচি শুরু করেন।
অনির্দিষ্টকালের কর্মবিরতিতে বক্তব্য রাখেন স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশন উপজেলা শাখার সভাপতি মো. জাবেদুল আলম, সহ-সভাপতি মো. মুজিবুর রহমান, সীমা রাণী দাস, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সহ-সাধারণ সম্পাদক নকুল চন্দ্র দাস, দীপংকর যাদব, সাংগঠনিক সম্পাদক মো. এবাদুর রহমান, কোষাধ্যক্ষ বিকাশ রুদ্র পাল, দপ্তর সম্পাদক তাপস চন্দ্র দাস, প্রচার সম্পাদক মিন্টু দেবনাথ এবং সদস্য ফারহান ফেরদৌসি শিরিনসহ অন্যান্য সদস্যরা।
কর্মসূচি চলাকালে বক্তারা নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতায় স্নাতক (বিজ্ঞান) সংযোজন, ১৪তম গ্রেড প্রদান, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা দেওয়া ও পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড প্রদানের দাবি জানান। তাঁদের দাবি না মানা পর্যন্ত কেন্দ্রীয় কমিটির ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি চলবে বলে তাঁরা জানান।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর