
পূজার ছুটিতে বেড়াতে গিয়ে ঢাকা মেডিকেলে সুযোগ পাওয়া মানিকগঞ্জের মেধাবী শিক্ষার্থী নন্দিনী রায়ের (২০) আকস্মিক মৃত্যু হয়েছে। তার এই মৃত্যুতে শোকস্তব্ধ পুরো পরিবার ও এলাকাবাসী।
জানা গেছে, পূজার ছুটিতে কাকার শ্বশুরবাড়ি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ভান্ডারীপাড়ায় পরিবারসহ বেড়াতে যান নন্দিনী রায়। সেখানে গতকাল মধ্যরাতে পেটের পীড়াজনিত ব্যথায় ডাক চিৎকার করলে স্বজনেরা প্রথমে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
পরবর্তীতে সময়ের সাথে সাথে অবস্থার অবনতি ঘটলে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয় নন্দিনীকে। সেখানে রাত আড়াইটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। নন্দিনীর বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার গিলন্ড এলাকায়। তিনি অটোচালক অনিল চন্দ্র সরকারের বড় মেয়ে।
চলতি বছরের জানুয়ারিতে দরিদ্র পরিবারের মেয়ে নন্দিনী রায় ঢাকা মেডিকেলে সুযোগ পেয়ে প্রশংসিত হন। গণমাধ্যমে তাকে নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে। এরপর তার পড়াশোনার যাবতীয় দায়িত্ব গ্রহণ করেন তিনি। মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা তার পরিবারকে আর্থিক সহযোগিতা করেন।
নন্দিনীর শিক্ষক সানি রহমান বলেন, নন্দিনী একজন মেধাবী শিক্ষার্থী। তার পরিবারের আর্থিক সংকট পাশ কাটিয়ে সে হয়ে উঠেছিল এক দৃষ্টান্ত। প্রাথমিক এবং মাধ্যমিকের কোনো শিক্ষক তার কাছ থেকে বেতন নিতেন না। মেধাবী এই শিক্ষার্থীকে পছন্দ করতেন সকল শিক্ষক।
তার এই আকস্মিক মৃত্যুকে আমাদের মেনে নিতে কষ্ট হচ্ছে। মেধাবী শিক্ষার্থী নন্দিনীর এই আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছে মানিকগঞ্জ জেলা বিএনপি।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর