
পাবনার ঈশ্বরদী উপজেলার ফতে মোহাম্মদপুর এলাকার একটি ধানক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সিরাজুল ইসলাম সিরাজ (৫২) ফতে মোহাম্মদপুর প্রামাণিকপাড়া এলাকার কেডি আহম্মেদের ছেলে। নিহত ব্যক্তি মাদকাসক্ত ছিলেন বলে পুলিশ জানায়।
ঈশ্বরদী থানার এসআই রফিকুল ইসলাম জানান, সকালে ঈশ্বরদী উপজেলার ফতে মোহাম্মদপুর এলাকার বেনারসি পল্লীর পাশে একটি ধানক্ষেতে সিরাজুলের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ আরও জানায়, নিহত সিরাজুল ইসলাম মাদকাসক্ত ছিলেন। তিনি রাতভর বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, সেটি ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর