
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন এখন টিভির দুই সাংবাদিক। রোববার (০৫ অক্টোবর) বেলা ১১টা ৩০ মিনিটের দিকে এ হামলার ঘটনা ঘটে।
আহত দুই সাংবাদিক হলেন বেসরকারি চ্যানেল এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান ও চট্টগ্রাম টেলিভিশন রিপোর্টার্স নেটওয়ার্কের আহ্বায়ক হোসাইন জিয়াদ এবং এখন টেলিভিশনের ক্যামেরাপারসন মোহাম্মদ পারভেজ।
ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। হামলার কারণ খতিয়ে দেখছে পুলিশ। তাদের চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীরা তাদের ক্যামেরা ভাঙচুর করে এবং মোবাইল ফোন, মানিব্যাগ ও বহনকারী সিএনজি অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।
আহত সাংবাদিক হোসাইন জিয়াদ জানান, শনিবার জঙ্গল সলিমপুরে স্থানীয় দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনার ফলোআপ সংবাদ সংগ্রহের জন্য তারা রোববার সকালে সেখানে গিয়েছিলেন। এ সময় কয়েকটি সিএনজি অটোরিকশায় এসে দুর্বৃত্তরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
আহত সাংবাদিক পারভেজ রহমান জানান, জঙ্গল সলিমপুরের লোহারপুল এলাকায় ৫০ থেকে ৬০ জন লোক অস্ত্র ও গাছের টুকরো দিয়ে তাদের ওপর হামলা করে। তাদের ক্যামেরা ভেঙে ফেলা হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়্যালিটি ওয়ার্ডে ভর্তি করে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার জানান, আহত দুই সাংবাদিককে হাসপাতালে আনা হয়েছে। মাথায় গুরুতর আঘাত পাওয়ায় হোসাইন জিয়াদকে নিউরো সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় সাংবাদিক সমাজে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এর আগে শনিবার, ৪ অক্টোবর বিকেলে সীতাকুণ্ডের ছিন্নমূল এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ডাকাত সন্দেহে অন্তত ১৬ জনকে গণপিটুনি দেয় স্থানীয়রা। এর মধ্যে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এছাড়া এ ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীয় সূত্রে জানা গেছে, আহত ৬ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে। এদের মধ্যে ৩ জনের নাম জানা গেছে। তারা হলেন- মো.সেলিমের ছেলে পারভেজ (২০), গণি মিয়া সওদাগর ছেলে তানভির (২৩) ও আবদুল খালেকের ছেলে মো. ইসমাঈল (৩০) ।
প্রত্যক্ষদর্শীরা জানান, এক বিএনপি নেতার নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল ছিন্নমূল এলাকায় যায়। এসময় ডাকাত সন্দেহে তাদের ওপর হামলা করে স্থানীয়রা। রবিবার সকালে এ ঘটনার ফলোআপ জানতে সাংবাদিকরা ঘটনাস্থলে যান। খবর পেয়ে সংঘবদ্ধ চক্র সাংবাদিকদের উপর হামলা চালালে হোসাইন জিয়াদ ও পারভেজ আহত হন।
প্রসঙ্গত, সরকারি জমি দখল করে গড়ে ওঠা জঙ্গল সলিমপুর ও আলীনগরের ছিন্নমূল বস্তি দীর্ঘদিন ধরেই চট্টগ্রামের সন্ত্রাসীদের আশ্রয়স্থল হিসেবে পরিচিত। আইনশৃঙ্খলা বাহিনী একাধিকবার অভিযান চালালেও এখানকার দখলবাজ চক্রগুলো বারবার নতুনভাবে সংগঠিত হচ্ছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর