
নাটোরের সিংড়ায় আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কর্তৃক আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় সিংড়া বাসস্ট্যান্ডে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শিক্ষক ফেডারেশন সিংড়া উপজেলার সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর-৩ সিংড়া আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর সাইদুর রহমান।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সেক্রেটারি ও জেলা জামায়াতের শূরা সদস্য আফসার আলী।
আরো বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির আবম আমানুল্লাহ, পৌর জামায়াতের আমির মাওলানা সাদরুল উলা, উপজেলা জামায়াতের সেক্রেটারি এন্তাজ আলী, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি মতলেবুর রহমান, জেলা যুব বিভাগের সেক্রেটারি আব্দুল মুন্নাফ, জামায়াত নেতা আব্দুর রউফ, মাওলানা মকবুল আহমেদ প্রমুখ।
সভা পরিচালনা করেন পৌর জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমান। পরে প্রভাষক খায়রুল ইসলামকে সভাপতি ও নজিবুল্লাহকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট পৌর বাংলাদেশ শিক্ষক ফেডারেশন কমিটি গঠন করা হয়।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর