
হোমনা উপজেলার ভবানীপুর (ঘাঘুটিয়া) নৌকাঘাট এলাকায় রোববার দুপুর ৩টায় বজ্রপাতে এক পুরুষ ও দুই নারীর মৃত্যু হয়েছে। হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন হোমনা উপজেলার নালা দক্ষিণ গ্রামের মৃত হাজি মতিউর রহমানের মেয়ে মমতাজ বেগম (৩৭) ও জাকিয়া (২৩) এবং দুলালপুর ইউনিয়নের পাথালিয়াকান্দি গ্রামের রাহিনুর ইসলামের ছেলে রাশেদ মিয়া (২২)।
হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, নিহত তিনজন হোমনার উজানচর-ভবানীপুর নৌকাঘাটে পারাপারের জন্য অপেক্ষা করছিলেন। হঠাৎ বজ্রপাতের আঘাতে তাদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে দুইজন নারী ও একজন যুবক। ওই দুই নারীর বাড়ি হোমনার নালা দক্ষিণ গ্রামে এবং ওই যুবকের বাড়ি একই উপজেলার দুলালপুর ইউনিয়নের পাথালিয়াকান্দিতে।
কুশল/সাএ
সর্বশেষ খবর