
ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল) শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তন এবং পাবলিক-প্রাইভেট শিক্ষকদের মধ্যে বিদ্যমান বৈষম্য দূরীকরণের দাবি জানিয়েছে। সংগঠনটি শিক্ষকদের মর্যাদা রক্ষা, পেশাগত স্বাতন্ত্র নিশ্চিতকরণ এবং শিক্ষাক্ষেত্রে টেকসই বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছে।
ইউটিএলের প্রচার টিম ও কেন্দ্রীয় আহ্বায়ক সদস্য ড. মুহাম্মদ শামসুজ্জামানের পাঠানো এক বার্তায় এই দাবি জানানো হয়। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে পাঠানো বার্তায় ইউটিএল জানায়, এই দিবসটি শিক্ষকতার পেশাগত গুরুত্ব, শিক্ষকদের অধিকার এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনে তাদের অনন্য অবদানকে স্মরণ ও মূল্যায়নের দিন।
সংগঠনটি বর্তমান পরিস্থিতি তুলে ধরে বলেছে, বিশ্ববিদ্যালয় শিক্ষকেরা গবেষণার পর্যাপ্ত সুযোগের অভাব, আর্থিক অনিশ্চয়তা ও সামাজিক মূল্যায়নের ঘাটতির মতো নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষকদের মর্যাদা রক্ষা, স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তন, শিক্ষা খাতে টেকসই বিনিয়োগ ও পাবলিক-প্রাইভেট শিক্ষকদের মধ্যে বিদ্যমান বৈষম্য দূর করা জরুরি।
ইউটিএল মনে করে, একজন শিক্ষককে যত বেশি সম্মান, স্বাধীনতা ও সহযোগিতা দেওয়া হবে, তত বেশি তিনি নিষ্ঠা, সৃজনশীলতা ও আন্তরিকতা নিয়ে শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়াবেন। এর জন্য শিক্ষাবান্ধব নীতি গ্রহণ, শিক্ষা বাজেটে পর্যাপ্ত বরাদ্দ এবং আধুনিক গবেষণা সুবিধা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
বার্তায় আরও বলা হয়, শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শন মানেই জ্ঞানের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা, আর জ্ঞানের প্রতি শ্রদ্ধাই একটি জাতিকে উন্নতির শিখরে পৌঁছে দেয়। শেষে ইউটিএল আশা প্রকাশ করে যে, বাংলাদেশের শিক্ষক সমাজ জ্ঞানভিত্তিক, মানবিক ও অগ্রসর জাতি গঠনে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর