
সদ্য সমাপ্ত সেপ্টেম্বরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৬৮ কোটি ৫৮ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ৩৩ হাজার কোটি টাকা। রোববার (৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বর মাসে ৩০ দিনে প্রবাসী আয় হিসেবে দেশে এসেছে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার, যা আগের মাসগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩১ দশমিক ৫০ বিলিয়ন ডলারে।
ব্যাংকভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, সেপ্টেম্বরজুড়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৬ কোটি ৬৮ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ২৫ কোটি ৮২ লাখ ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৯৫ কোটি ৪৬ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৬২ লাখ ৪০ হাজার ডলার।
এর আগে গত আগস্ট মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং জুলাই মাসে এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।
সব মিলিয়ে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই–সেপ্টেম্বর ২০২৫) দেশে মোট রেমিট্যান্স এসেছে ৭৫৮ কোটি ৬০ লাখ ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ১৬ শতাংশ বেশি। ২০২৪–২৫ অর্থবছরের প্রথম তিন মাসে রেমিট্যান্স এসেছিল ৬৫৪ কোটি ৩০ লাখ ডলার।
কুশল/সাএ
সর্বশেষ খবর