
প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে বজ্রপাতের পৃথক ঘটনায় মাদ্রাসার শিশু শিক্ষার্থীসহ দুজনের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে বজ্রপাতে উপজেলার নুনখাওয়া ইউনিয়ন কালিকাপুর এলাকায় মাদ্রাসা থেকে ফেরার পথে নুর হোসেনের পুত্র বাবলু মিয়া বজ্রপাতের শিকার হয়ে মৃত্যু বরণ করে।
মৃত বাবলু মিয়া স্থানীয় একটি এবতেদায়ী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র বলে স্থানীয় সূত্রে জানা গেছে। অপরদিকে বামনডাঙ্গা ইউনিয়নের চর লুসনী গ্রামের আবুল কাশেমের ছেলে সহিবর রহমান পাশের জমিতে ঘাস কাটার সময় বজ্রপাতের শিকার হয়। পরে তাকে উদ্ধার করে নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,বামনডাঙ্গা ইউনিয়নের চর লুসনীতে একজন ও নুনখাওয়া ইউনিয়নের কালিকাপুর গ্রামের একজন শিশুর মৃত্যুর খবর পেয়েছি।দুটি ঘটনারই আইনি পদক্ষেপ নেয়া হয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর