
উপজেলার ফতেপুর ইউনিয়নের রুদ্রশ্রী গ্রামে রবিবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৯টায় হারুন চৌধুরী (৬০) নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত হারুন চৌধুরী উপজেলার তিয়শ্রী ইউনিয়নের শিবপাশা গ্রামের জজ মিয়া চৌধুরীর ছেলে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ্ স্থানীয়দের বরাতে জানান, শিবপাশা ও রুদ্রশ্রী গ্রাম পাশাপাশি অবস্থিত। দীর্ঘদিন ধরে শিবপাশা গ্রামের হারুন চৌধুরীর সঙ্গে রুদ্রশ্রী গ্রামের শাহাবুদ্দিনের বিরোধ চলছিল। গতকাল রাতে কৃষি জমিতে শ্রমিকের খোঁজে রুদ্রশ্রী গ্রামে গেলে শাহাবুদ্দিন ও তার লোকজন পূর্ববিরোধের জেরে হারুন চৌধুরীকে মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এখন পর্যন্ত একজনকে আটক করা হয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর