
তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনের অংশ হিসেবে গত ৬ অক্টোবর নেত্রকোণা জেলার মেছুয়া বাজারে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
নেত্রকোণা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় বাজারে আগত ক্রেতা, ভাসমান ও স্থায়ী বিক্রেতা এবং মেছুয়া বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সদস্যদের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ও পলিপ্রোপাইলিনের তৈরি শপিং ব্যাগ বর্জন, একবার ব্যবহার্য প্লাস্টিক পণ্য পরিহার এবং বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।
সভায় পলিথিন-পলিপ্রোপাইলিনের তৈরি শপিং ব্যাগের বিকল্প হিসেবে ছালা বা চটের ব্যাগ, কাপড়ের তৈরি ব্যাগ এবং একাধিকবার ব্যবহার করা যায় এমন ব্যাগ ব্যবহারে উৎসাহ প্রদান করা হয়। দৈনন্দিন কাজে বাজারে সৃষ্ট ময়লা-আবর্জনা পরিবেশসম্মতভাবে ব্যবস্থাপনার বিষয়েও সকলকে সচেতন করা হয়। সভা শেষে বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিরোধী লিফলেট বিতরণ ও ব্যানার টানানো হয়।
কুশল/সাএ
সর্বশেষ খবর