
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে এস আলম গ্রুপের দখল নেওয়ার পর পটিয়ার পানের দোকানদার, গৃহকর্মী, অটোচালক, রাজমিস্ত্রির সহকারী, রংমিস্ত্রি সহ অশিক্ষিত ও অর্ধশিক্ষিত ৮৩৪০ জনকে ভুয়া সনদের মাধ্যমে বিজ্ঞাপন ও পরীক্ষা ছাড়াই মোটা অঙ্কের অর্থের বিনিময়ে নিয়োগ দেওয়ার প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী পরিষদ ও ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম জেলা শাখার আয়োজনে সোমবার বেলা ১১টায় জয়পুরহাট শহরের সদর রোডে ইসলামী ব্যাংকের প্রধান শাখার সামনে এই কর্মসূচি পালিত হয়।
এসময় বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের গ্রাহক ও জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি বেলাল হোসেন মোল্লা, অধ্যক্ষ আব্দুল হাকিম, পূর্ব বাজার কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি আহসান হাবিব, অধ্যাপক নজরুল ইসলাম, ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন, ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা, এনামুল হক, চাকরি প্রত্যাশী ইমনার হোসেন জুয়েল ও পিয়ারুল সহ অন্যান্যরা। পরে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।
কুশল/সাএ
সর্বশেষ খবর