
বরিশাল নগরীর বেলস পার্ক সংলগ্ন ডিসি লেক খাঁচাবন্দি করা নিয়ে ইসলামী ছাত্রশিবির ও সুশীল সমাজ মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে। ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে সীমানা প্রাচীর নির্মাণের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। অন্যদিকে, লেকের চারপাশে নির্মাণাধীন সীমানা প্রাচীর বন্ধের দাবিতে ‘কালের সাক্ষী আমরা’ শীর্ষক প্রতিবাদী শিশু চিত্রাঙ্কন কর্মসূচি আয়োজন করেছে সুশীল সমাজের সদস্যরা।
রবিবার (৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে জেলা ও মহানগর ছাত্রশিবিরের নেতারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ঐতিহ্যবাহী ডিসি লেকটি উন্মুক্ত থাকায় মাদকসেবীদের আড্ডাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অবাধ প্রবেশে প্রশাসন ও কর্মকর্তাদের আবাসিক এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। তাই নগরীর এই গুরুত্বপূর্ণ এলাকার পরিবেশ রক্ষায় লেকের চারপাশে সীমানা প্রাচীর নির্মাণ করে নিরাপত্তা ও পরিবেশ সংরক্ষণের দাবি জানানো হয়।
অন্যদিকে, সুশীল সমাজের প্রতিনিধিরা প্রায় এক মাস ধরে ধারাবাহিকভাবে লেকের চারপাশে নির্মাণাধীন প্রাচীর বন্ধের দাবিতে কর্মসূচি পালন করে আসছেন। শিশুদের অংশগ্রহণে আয়োজিত রংতুলির আঁচড়ে ‘খাঁচাবন্দি লেকের’ প্রতিবাদ জানানো হয়।
শিশুরা ও তাদের অভিভাবকেরা বলেন, ‘বাবা-মায়ের সঙ্গে বেড়াতে আসার প্রিয় স্থান ছিল ডিসি লেকের পাড়। এখানে বসে বাতাস খাওয়া, হাঁটাহাঁটি করা যায়। অথচ এখন জায়গাটি চিড়িয়াখানার মতো ঘেরাও করে ফেলা হচ্ছে। বরিশালে প্রাকৃতিক পরিবেশে এমন উন্মুক্ত জলাশয় আর কোথাও নেই।’
চিত্রাঙ্কন শেষে শিশুদের আঁকা প্রায় ৫০টি প্রতিবাদী ছবি নির্মাণাধীন দেয়ালের পিলারে টানানো হয়। প্রতিবাদী কর্মসূচিতে উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব শুভংকর চক্রবর্তী, চিত্রশিল্পী আবদুস সোবাহান বাচ্চু, চিত্রশিল্পী চন্দ্রশেখর বাবুল, বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটির সংগ্রামী সদস্যসচিব ডা. মিজানুর রহমান, সিপিবি বরিশাল জেলা সভাপতি অধ্যাপক মিজানুর রহমান সেলিম, বাসদ বরিশাল জেলা সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী, বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য জলিলুর রহমান এবং উন্নয়ন সংগঠক দিপু হাফিজুর রহমান।
তারা সবাই প্রতিবাদী চিত্রাঙ্কন কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে অবিলম্বে বরিশালের একমাত্র উন্মুক্ত জলাশয় বেলস পার্কসংলগ্ন ডিসি লেকের চারপাশে প্রাচীর নির্মাণ বন্ধ করার দাবি জানান।
উল্লেখ্য, নগরীর বেলস পার্ক (সাবেক বঙ্গবন্ধু উদ্যান) লাগোয়া ডিসি লেকের চারপাশে প্রাচীর নির্মাণের কাজ চলছে। প্রায় এক মাস ধরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে এই নির্মাণকাজ বন্ধের দাবি জানানো হলেও কর্তৃপক্ষ কাজ চালিয়ে যাচ্ছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর