
নেত্রকোণায় যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত ফ্রি ল্যান্সিং, পোশাক তৈরি, গবাদিপশু-হাঁস-মুরগি পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষিসংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান প্রধান অতিথি হিসেবে এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন।
যুব উন্নয়ন অধিদপ্তর, নেত্রকোণার উদ্যোগে আয়োজিত এই বিশেষ প্রশিক্ষণে ১৮-৩৫ বছর বয়সী প্রশিক্ষণার্থীদের ১-৩ মাস মেয়াদে প্রশিক্ষণ দেওয়া হবে। এর মধ্যে ৫০ জন আবাসিক প্রশিক্ষণের সুবিধা পাচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আত্মকর্মসংস্থানের ওপর জোর দেন। তিনি প্রশিক্ষণের পাশাপাশি তথ্যপ্রযুক্তির সহজলভ্যতাকে কাজে লাগিয়ে বিভিন্ন ট্রেডে দক্ষতা অর্জনের আহ্বান জানান। বেকার ও স্বল্প শিক্ষিতদের এই ধরনের প্রশিক্ষণকে কাজে লাগিয়ে নিজেদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের পরামর্শ দেন তিনি। এই সময় জেলা প্রশাসক বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করেন।
যুব উন্নয়ন অধিদপ্তর নেত্রকোণার উপপরিচালক ফারজানা পারভীনের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনটি ট্রেডের প্রায় ১০০ জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর