
“আমি কন্যাশিশু, স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের সিংড়া উপজেলা পরিষদ হলরুমে জাতীয় কন্যা শিশু দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম।
ইউএনও মাজহারুল ইসলাম বলেন, কন্যাশিশুদের অধিকার প্রতিষ্ঠা, তাদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সুশিক্ষিত করে দেশের উন্নয়নে ভূমিকা রাখার সুযোগ দেওয়ার গুরুত্ব অনস্বীকার্য। আজকের কন্যাশিশুরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। তাদের স্বপ্নপূরণে সমাজ ও পরিবারকে আরও বেশি সংবেদনশীল হতে হবে।
কিশোরকিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক জুলহাস কায়েমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমি খাতুন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলী আশরাফ, উপজেলা প্রকৌশলী আহমেদ রফিক, উপজেলা সমাজসেবা অফিসার আবু দাউদ, সিংড়া মডেল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রবিন খান, প্রচার সম্পাদক মোতালেব হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুল পড়ুয়া শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর