
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদ দিয়ে ভারত থেকে একটি মৃত গন্ডার ভেসে এসে নদের চরে আটকা পড়েছে। মৃত গন্ডারটিকে দেখতে কাদা-জল মাড়িয়ে ভিড় জমিয়েছে উৎসুক জনতা।
জানা গেছে, গত কয়েক দিনের ভারী বর্ষণের কারণে ভারতে প্রবল বন্যা দেখা দিয়েছে। এর ফলে পাহাড় ধস ও বনাঞ্চল তলিয়ে যাওয়ায় দুধকুমার নদ দিয়ে কাঠের গুঁড়ি, মরা গরু, মাছ ও সাপ ভেসে আসছিল।
ধারণা করা হচ্ছে, গন্ডারের আবাসস্থল তলিয়ে যাওয়ায় বন্যার পানিতে ডুবে এটি মারা গেছে এবং ভেসে এসে উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর গ্রামের দুধকুমার নদের চরে আটকা পড়ে।
স্থানীয় বাসিন্দা রফিকুল, রাজ্জাক ও সজিব জানান, দুধকুমার নদীর পানি কমায় মাছ ধরতে গিয়ে কয়েকজন লোক মৃত গন্ডারটিকে দেখতে পায়। পরে তারা এলাকাবাসী ইউপি চেয়ারম্যানকে খবর দেয়। খবর পেয়ে আজ প্রশাসনের লোকজন এসেছে।
তিলাই ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান জানান, বুধবার সকালে সংবাদ পান। পরে কুড়িগ্রাম রেঞ্জ কর্মকর্তা (সামাজিক বনায়ন) সাদিকুর রহমান, যমুনা সেতু জাদুঘরের কিউরেটর জুয়েল রানা, উপজেলা বন কর্মকর্তা সেকেন্দার আলীসহ ঘটনাস্থলে যান।
তিনি আরও জানান, গন্ডারটি মারা গেছে এবং পচন ধরেছে। কুড়িগ্রাম রেঞ্জ কর্মকর্তা সাদিকুল ইসলাম জানান, গন্ডারটি বড় ও ভারী হওয়ায় অন্যত্র সরানো সম্ভব নয়, তাই ইউপি চেয়ারম্যানকে ওখানেই গর্ত করে পুঁতে রাখার জন্য বলা হয়েছে।
যমুনা সেতু জাদুঘরের কিউরেটর জানান, গন্ডারটির দেহাংশ সংরক্ষণ করা হবে। পরে শিক্ষা ও গবেষণা কাজে ব্যবহার করা হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর