
নির্বাচন কমিশনে (ইসি) দলের গঠনতন্ত্র ও ব্যাংক হিসাব নম্বর জমা দিয়েছে জামায়াতে ইসলামী। রাজনৈতিক দলের নিবন্ধন শর্ত অনুযায়ী ব্যাংক হিসাব নম্বর ও ব্যাংকের নাম ইসিতে দিতে হয়।
ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার একজন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ও গঠনতন্ত্র জমা দিয়েছে।
প্রসঙ্গত, ‘অনুকূল’ পরিবেশ না থাকায় এতদিন দলের ব্যাংক হিসাব খোলা যায়নি বলে দাবি করেছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী।
গত আগস্ট মাসে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, “গত ১৫ বছর আমরা বাড়িঘরে থাকতে পারিনি। ব্যাংক হিসাব খুলতে যাব কেন?
“ব্যাংক হিসাব খুলতে যদি যেতাম, আয়নাঘরে ঢুকতে হতো। সে কারণে যে রিটার্নটা আমরা এখন দিয়েছি, সেখানে ব্যাংক উল্লেখ নেই। সামনে রিটার্নের সময় অবশ্যই পরিবেশ অনুকূলে থাকলে আমরা এটা করব।”
কুশল/সাএ
সর্বশেষ খবর