
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা, দলটির উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তার লাইফ সাপোর্ট খুলে ফেলা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে তোফায়েল আহমেদের ব্যক্তিগত সহকারী মো. হাসনাইন বিষয়টি নিশ্চিত করেন।
মো. হাসনাইন বলেন, আলহামদুলিল্লাহ, আমার স্যার তোফায়েল আহমেদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। বর্তমানে তিনি স্কয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন আছেন। গত ২৪ সেপ্টেম্বর অসুস্থতার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসকষ্টজনিত কারণে উনাকে গত ২৮ সেপ্টেম্বর লাইফ সাপোর্টে নেওয়া হয়। তার সমস্যার কিছুটা উন্নতি হওয়ায় আজ বুধবার সকালে লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়েছে। তবে তিনি এখনো পুরোপুরি শঙ্কামুক্ত নন। তোফায়েল আহমেদের সুস্থতায় দলমত নির্বিশেষে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
উল্লেখ্য, তোফায়েল আহমেদ দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যা ভুগছেন। গত রোববার (২৪ সেপ্টেম্বর) ঢাকায় নিজ বাসভবনে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং অবস্থার অবনতি হওয়ায় লাইফ সাপোর্টে নেওয়া হয়। এরপর থেকে কয়েকবার সামাজিক যোগাযোগ মাধ্যমে চিকিৎসাধীন তোফায়েল আহমেদের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এছাড়া এর আগেও বেশ কয়েকবার তোফায়েল আহমেদের মৃত্যুর গুজব ছড়িয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর