
সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরের উলিপুর ব্রিজের পূর্ব পাশে ভটভটির ধাক্কায় অটোরিকশা চালক ও এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, তাড়াশ পৌর শহরের দক্ষিণপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে জনি (১২) এবং কোহিত গ্রামের মৃত বাহাদুর আলীর ছেলে অটোরিকশা চালক হাইফোত হোসেন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে একটি গরুবোঝাই ভটভটি নওঁগা হাটের দিকে বেপরোয়া গতিতে ছুটে গিয়ে সামনের অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে চালক হাইফোত ও যাত্রী জনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া প্রস্তুতি চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।”
কুশল/সাএ
সর্বশেষ খবর