
আল্লাহর ঘর হিসেবে মসজিদে নামাজ আদায় করা সর্বোত্তম আমলগুলোর একটি। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, “আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় স্থান হলো মসজিদ।” তাই মসজিদ মুসলমানদের আধ্যাত্মিক প্রশান্তি, আল্লাহর ইবাদত ও পারস্পরিক ভ্রাতৃত্ব গড়ে তোলার জায়গা। প্রাথমিক ইসলামি যুগ থেকেই মসজিদ শিক্ষা, ন্যায়বিচার ও সামাজিক কার্যক্রমেরও কেন্দ্র ছিল। বাংলাদেশেও মসজিদ কেবল নামাজের জায়গা নয়, বরং এটি মানুষের ধর্মীয় জীবন, সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ।
এদেশের রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত ছড়িয়ে আছে হাজারো মসজিদ। এগুলো শুধু নামাজের স্থান নয়, বরং ইসলামি ঐতিহ্য, সংস্কৃতি ও শিল্পকলার প্রতীক হিসেবেও বিবেচিত হয়। তেমনি একটি সুন্দর দৃষ্টিনন্দন মসজিদ- ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ ।
ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ বাংলাদেশের অন্যতম বৃহত্তম একটি মসজিদ। এটি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের অভ্যন্তরে শিক্ষার্থীদের নামাজের ব্যবস্থা স্বরুপ নির্মাণ করা হয়েছে। এটি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম মসজিদ ও যে কোনো ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক সবচেয়ে বৃহত্তম মসজিদ। চারতলা বিশিষ্ট মসজিদের মূল অংশে মোট সাত হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবে। এছাড়া মসজিদের সামনের অংশের পেডমেন্টে আরো ১০ হাজার মুস্ললি নামাজ পড়তে পারবে। ক্যাম্পাসের ২.২৫ হেক্টর স্থান জুড়ে মসজিদটি। মসজিদটি চারতলা বিশিষ্ট বর্গাকৃতির সিরামিক ও শ্বেতপাথরে নির্মিত হয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর