
বরগুনার প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের দূর্ণীতিবাজ কনসালট্যান্ট (ফিজিওথেরাপি) মোঃ রফিকুল ইসলাম এবং থেরাপি সহকারী মোঃ গোলাম রব্বানীর বদলির দাবীতে মানববন্ধন করেছে সেবা গ্রহীতা এবং অভিভাবকেরা।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১ টায় বরগুনা জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব বরাবর এক স্মারক লিপি প্রদান করা হয়।
মানবন্ধনে বক্তারা বলেন, আমরা সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন বরগুনা সদরের প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সেবা গ্রহীতাবৃন্দ। বর্তমানে ফিজিওথেরাপি একটি জনপ্রিয় চিকিৎসা ব্যবস্থা। আমরা দীর্ঘদিন যাবৎ বরগুনা সদরের দুর্ণীতিবাজ কনসালট্যান্ট (ফিজিওথেরাপি) মোঃ রফিকুল ইসলাম এবং থেরাপি সহকারী মোঃ গোলাম রব্বানীর সেবা থেকে বঞ্চিত। কারন তারা দুজনেই চেম্বার বানিজ্য নিয়ে ব্যস্ত থাকেন। ডাক্তার মোঃ রফিকুল ইসলামকে পাওয়া যায় না। মাঝে মাঝে ১১টায় অথবা ১২টায় দেখা যায় আবার ০১টা অথবা ০১:৩০ মিনিটের পর আর পাওয়া যায় না।
বক্তারা আরো বলেন, তিনি বেশির ভাগ সময় চেম্বার নিয়ে ব্যস্ত থাকেন। তিনি চেম্বারে যাওয়ার জন্য পরামর্শ দেন। তার একাধিক চেম্বার রয়েছে। আমাদের পক্ষে ৫০০/- থেকে ১০০০/- টাকা দিয়ে ফিজিওথেরাপি নেওয়া সম্ভব নয়। তিনি আমাদের সাথে খারাপ ব্যবহারও করেন। তিনি স্থানীয় রাজনৈতিক এবং সাংবাদিকদের প্রভাব দেখান। তিনি দীর্ঘ ১৩ বছর যাবৎ বরগুনার মানুষকে এভাবে জিম্মি করে রেখেছেন। তার কাছে অর্থের বিনিময়ে আমাদের সমাজের উচ্চ বিত্তরা চিকিৎসা দেন। এমনকি তিনি মোটা অঙ্কের টাকা কন্টাক করেও চিকিৎসা দেন।
তারা বলেন, বরগুনার একটি সার্থান্বেষী মহল তার চেম্বার বানিজ্য থেকে সুবিধা নেয়। তাই তিনি দিনদিন বেপোয়ারা হয়ে উঠেছেন। অপরদিকে থেরাপি সহকারী মোঃ গোলাম রব্বানী তারই ছত্র ছায়ায় থেকে আমাদেরকে সেবা দিতে চান না এবং বিভিন্ন অপরাধ মূলক কাজ চালিয়ে যাচ্ছেন। তিনি আমাদের সাথে খুবই খারাপ ব্যবহার করেন। তাই দ্রুত সময়ের মধ্যে দুর্ণীতিবাজ কনসালট্যান্ট (ফিজিওথেরাপি), মোঃ রফিকুল ইসলাম এবং থেরাপি সহকারী মোঃ গোলাম রব্বানীর বদলি চাই।
কুশল/সাএ
সর্বশেষ খবর