
সিরাজগঞ্জে এলোপাতারি কুপিয়ে যুবককে হত্যা করেছে দুবৃত্তরা। বৃহস্পতিবার ভোররাতে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ক্ষুদ্র শিয়ালকোল গ্রামে পাকা রাস্তার উপর এই ঘটনা ঘটে। নিহত মঞ্জু মিয়া একই ইউনিয়নের সরাইচন্ডী গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে।
সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ক্ষুদ্র শিয়ালকোল গ্রামে পাকা রাস্তার পাশে মঞ্জু মিয়াকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দূর্বৃত্তরা। খবর পেয়ে ভোররাতে গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেসুর রহমান জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। রাস্তার পাশে তার মোটর সাইকেল পাওয়া গেছে। কারা কি কারণে হত্যাকা- ঘটিয়েছে সে বিষয়ে আমরা তদন্ত শুরু করেছি।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর