
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে, প্রফেসর এম এ মতিন মেমোরিয়াল বিএনএসবি বেজ আই হাসপাতালের আয়োজনে এবং আন্তর্জাতিক সংস্থা সাইটসেভার্স-এর সহযোগিতায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০ টায় সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি জেলা প্রশাসকের কার্যলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. মো. নুরুল আমিন র্যালিটি উদ্বোধন করেন।
আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা. মো. রিয়াজুল ইসলাম।
সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রেজেন্টেশন উপস্থাপন করেন সাইটসেভার্সের কো-অর্ডিনেটর তপন কুমার ও বক্তব্য রাখেন, সিভিল সার্জন কার্যালয়েল মেডিকেল অফিসার ডা. সাইফ আলাউদ্দিন,প্রফেসর এম এ মতিন মেমোরিয়াল বিএনএসবি চক্ষু হাসপাতালের প্রোগ্রাম ম্যানেজার মির্জা আহমেদ আলি এবং সহকারী ব্যবস্থাপক টি এম মাহমুদুল হাসান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি কর্মকর্তা, চিকিৎসক, নার্স, হাসপাতালের কর্মচারী ও স্বাস্থ্যসচেতন নাগরিকবৃন্দ। বক্তারা চোখের যত্নে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে চক্ষুস্বাস্থ্য রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।
কুশল/সাএ
সর্বশেষ খবর