
বরগুনার তালতলীতে নৌবাহিনী ও তালতলী থানার সমন্বয়ে সড়কে অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তালতলী উপজেলা কমপ্লেক্স মোড় এলাকায় নৌবাহিনী ও পুলিশের (যৌথবাহিনী) চেকপোস্ট বসিয়ে অবৈধ যানবাহনের বিরুদ্ধে এই বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন বরগুনা নৌবাহিনীর পাথরঘাটার কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট মো. আসিফ আরাফাত। আমতলী-তালতলীর আঞ্চলিক রুটে চলাচলকারী যাত্রীবাহী পরিবহন, ইজিবাইক, মিনি ট্রাক, প্রাইভেট কার, সিএনজি ও মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স, রুট পারমিট ও গাড়ির ফিটনেস না থাকায় অর্থ জরিমানা করা হয়।
এছাড়া সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশিও করা হয়। মোটরসাইকেল চলাচলকারীদের ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় ট্রাফিক আইনের বিভিন্ন ধারায় ছয় হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
চেকপোস্ট অভিযানে ১০ সদস্যের একটি সেকশন কাজ করে। নৌবাহিনীকে সহায়তা করেন তালতলী থানার ও ট্রাফিকের চারজন পুলিশ সদস্য।
অভিযানে ১০৫টি মোটরসাইকেল, ৩০টি ইজিবাইক, ৫টি মাহিন্দ্রা, ২টি মিনি ট্রাক, ১০টি সিএনজি ও ২টি প্রাইভেট কারের কাগজপত্র তল্লাশি করা হয়। দুটি মামলায় দুটি মোটরসাইকেলের কাগজপত্র এবং হেলমেট না থাকায় ৬০০০ টাকা জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে তালতলী নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট আসিফ আরাফাত বলেন, "অপরাধ দমন, সড়কে আইন-শৃঙ্খলা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করেছি। আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।"
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর