
যুক্তরাজ্যভিত্তিক খ্যাতনামা শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (THE) প্রকাশ করেছে ২০২৬ সালের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং। এ বছর তালিকায় বাংলাদেশের শীর্ষ অবস্থান ধরে রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।
নতুন তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্বের সেরা ৮০১–১০০০তম বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পেয়েছে, যা গত বছরের তুলনায় ২০০ ধাপ অগ্রগতি। ২০২৫ সালের র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ছিল ১০০১–১২০০-এর মধ্যে।
প্রকাশিত এই র্যাঙ্কিংয়ে বিশ্বের মোট ৩ হাজার ১১৮টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। শিক্ষা, গবেষণার পরিবেশ, গবেষণার মান, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি এবং শিল্পক্ষেত্রের সঙ্গে সহযোগিতা—এই পাঁচটি সূচকের ওপর ভিত্তি করে তালিকাটি তৈরি করা হয়।
র্যাঙ্কিংয়ের সূচকভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত বছরের তুলনায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রায় সব সূচকেই অগ্রগতি অর্জন করেছে। গবেষণার পরিবেশ সূচকে ১০ দশমিক ৩ থেকে বেড়ে হয়েছে ১৩ দশমিক ৩, অর্থাৎ ৩ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। গবেষণার মান সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে—৬৭ দশমিক ২ থেকে বেড়ে ৭৬ দশমিক ৫-এ পৌঁছেছে, যা ৯ দশমিক ৩ পয়েন্টের উন্নতি। শিল্পক্ষেত্রের সঙ্গে সহযোগিতা সূচকেও বড় অগ্রগতি দেখা গেছে, যেখানে আগের বছর ২১ দশমিক ৪ পয়েন্ট থাকলেও এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ দশমিক ২-এ। শিক্ষা সূচকে বর্তমানে পয়েন্ট ১৭ দশমিক ৭ এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি সূচকে পয়েন্ট ৪৫।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব র্যাঙ্কিং উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করছে একটি ১৬ সদস্যের বিশেষ কমিটি। উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান-এর সার্বিক তত্ত্বাবধানে এই কমিটির আহ্বায়ক প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ। কমিটিতে রয়েছেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, আইআইটি পরিচালক অধ্যাপক ড. বি এম মইনুল হোসেনসহ বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটের শিক্ষক ও কর্মকর্তা।
উল্লেখ্য, যুক্তরাজ্যভিত্তিক আরেক গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডস (QS)-এর র্যাঙ্কিংয়েও দেশসেরা অবস্থান ধরে রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই তালিকায় বিশ্বে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৫৮৪তম।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর