
ময়মনসিংহের হালুয়াঘাটে আলোচিত গারো স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি নয়াপাড়া গ্রামের আজাহারুলের পুত্র আবুল বাশারের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তনয় সাহা শুনানি শেষে এই আদেশ দেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রিমান্ড শেষে আসামিকে পুনরায় আদালতে পাঠানো হয়েছে বলে জানান হালুয়াঘাট থানার ওসি হাফিজুল ইসলাম হারুন।
উল্লেখ্য, ২৯ সেপ্টেম্বর সকালে গারো স্কুল শিক্ষার্থীকে পূজা দেখানোর কথা বলে স্থানীয় সালমার পার্কে নিয়ে এসে সারাদিন ঘোরাফেরা করে সন্ধ্যায় অটোরিকশাযোগে শিক্ষার্থীকে পৃথক স্থানে একাধিকবার ধর্ষণ করে রাতে বাড়ির নিকটবর্তী জায়গায় ফেলে রেখে যায় ধর্ষক। থানায় মামলা দায়েরের পর অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে হালুয়াঘাট থানা পুলিশ।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর