
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আশা করি শাপলা পাব। এটা না পাওয়ার ক্ষেত্রে আইনি প্রতিবদ্ধকতা পাইনি। আলোচনা ইতিবাচক হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাত শেষে তিনি এসব কথা বলেন।
আড়াই ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক শেষে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘শাপলা’ প্রতীক নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে আশাকরি আমরা পাবো। এটা না পাওয়ার ক্ষেত্রে আইনি প্রতিবদ্ধকতা পাইনি।
তিনি বলেন, ইসির দু'টো পথ খোলা আছে। ধানের শীষ, সোনালী আঁশ বাদ দিতে হবে। না হলে শাপলা দিতে হবে আমাদের। অন্য কোনো প্রতীকে এনসিপির নিবন্ধন হবে না।
তিনি বলেন, শাপলা পাওয়ার জন্য গণতান্ত্রিক লড়াই চালিয়ে যাবো। অধিকারের প্রশ্নে আপস হবে না। জল অনেক দূর গড়ানোর আশঙ্কা করছি। শাপলা ছাড়া নিবন্ধনে যাবো না, নিবন্ধন ছাড়া কীভাবে একটি দল নির্বাচনে যাবে?
এর আগে গত মঙ্গলবার (৭ অক্টোবর) ইসির বর্তমান তালিকা থেকে কোনো প্রতীক পছন্দ না করে ‘শাপলা, প্রতীক হিসাবে চেয়ে গত ৩০ সেপ্টেম্বর ইসির দেওয়া চিঠির জবাব দেয়। সেখানে নয় ধরনের শাপলা নমুনাও দিয়েছিল দলটি।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর