
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) প্রথমবারের মতো আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে স্থান করে নিয়েছে।
বিশ্বখ্যাত টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) কর্তৃক প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৬’-এ নোবিপ্রবি দেশের ১২তম বিশ্ববিদ্যালয় হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। বিশ্ব র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টি ১২০১–১৫০০ এর মধ্যে অবস্থান করছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) টিএইচই তাদের ওয়েবসাইটে ২০২৬ সালের র্যাঙ্কিং প্রকাশ করে। প্রথমবারের এই আন্তর্জাতিক স্বীকৃতিতে নোবিপ্রবির শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উচ্ছ্বসিত।
ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসাইন বলেন, “তুলনামূলকভাবে নতুন একটি প্রতিষ্ঠান হলেও নোবিপ্রবি এই অসাধারণ সাফল্য অর্জন করেছে। গবেষণার ক্ষেত্রে আমরা ৭২২তম অবস্থানে রয়েছি। র্যাঙ্কিংয়ের ফলে আমাদের শিক্ষক ও শিক্ষার্থীরা আন্তর্জাতিক স্কলারশিপ, ফান্ডিং এবং সহযোগিতার সুযোগ পাবেন।”
গত বছর গঠিত নতুন প্রশাসন ‘নোবিপ্রবি র্যাঙ্কিং অ্যান্ড স্ট্র্যাটেজি সেল’ এক বছরেরও কম সময়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। র্যাঙ্কিং প্রক্রিয়ায় অংশ নেওয়া অতিরিক্ত পরিচালক ড. ফাহাদ হোসাইন বলেন, “আমাদের কাছে প্রাথমিকভাবে ডেটা ছিল না। অল্প সময়ে সংগ্রহ করা তথ্যই এপ্রিল মাসে জমা দেওয়া হয়েছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো আমরা এক্সপার্ট নই, নিজেদের লোকাল সাপোর্টে কাজ করেছি।”
শিক্ষার্থীরা র্যাঙ্কিংয়ের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের মৌলিক সমস্যা সমাধানেও প্রশাসনের পদক্ষেপ দেখতে চাচ্ছেন। বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী জাহেদুল হক বলেন, “শিক্ষার মান শুধু র্যাঙ্কিং দেখে বোঝা যায় না। শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নেও নজর দেওয়া দরকার। মৌলিক বিষয়গুলো উন্নত করা র্যাঙ্কিংয়ের অগ্রগতিতেও সহায়ক হবে।”
উপ-উপাচার্য ও র্যাঙ্কিং সেলের পরিচালক অধ্যাপক ড. রেজওয়ানুল হক বলেন, “আমাদের লক্ষ্য নোবিপ্রবিকে দেশের সেরা পাঁচটি এবং বিশ্বের সেরা ১০০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে দেখা। আশা করি সবার সহযোগিতায় তা সম্ভব হবে।”
উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, “সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই অবস্থানে পৌঁছেছি। বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।”
এবারের র্যাঙ্কিংয়ে বাংলাদেশ থেকে মোট ২৮টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। ২২টি সরাসরি র্যাঙ্কিংয়ে এবং ৬টি রিপোর্টার ক্যাটাগরিতে। শিক্ষার মান, শিক্ষার্থী-শিক্ষকের অনুপাত, গবেষণার মান, সাইটেশন এবং আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা বিবেচনা করে টিএইচই র্যাঙ্কিং প্রকাশ করেছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর